দরিদ্রদের জন্য শীতবস্ত্র বিতরণ কর্মসূচি
Saturday, 28 December 2019
এই
কনকনে শীতে আমি-আপনি সকলেই লেপ-কম্বলের নিচে ঘাপটি মেরে বসে আছি, তার পরেও
শীত মানতে চাইছে না। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখুনতো, আমার আপনার মতই
রক্তে মাংসে গড়া মানুষ, এই হাড় কাঁপানো শীতে রাস্তায় খালিগায়ে ঘুমায়।
সেও মানুষ আমরাও মানুষ। পার্থক্য হল আমাদের উষ্ম পোশাক কেনার সামর্থ্য আছে
কিন্তু তাদের নেই। আমি আপনি যতই কষ্টে থাকি না কেন তাদের তুলনায় আল্লাহ
আমাদের সকলকেই অনেক ভালো রেখেছেন। আজ তাদের জায়গায় আমিও হতে পারতাম আপনিও
হতে পারতেন। তাই সকল মানুষকে নিজ মনে করে, একজন মানুষ হিসেবে অবশ্যই তাদের
জন্য সাহায্য করা উচিত ।
তাদের সাহায্যের জন্য অনেক অর্থের প্রয়োজন। আমার আপনার একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়।
কথায় আছে দশের লাঠি একের বোঝা।
তাই
সকলে মিলে দরিদ্র মানুষদের জন্য হাত বাড়ানো উচিত। যাদের অতিরিক্ত ও পুরনো
পোশাক আছে তারা সেগুলি দিয়ে সাহায্য করতে পারেন অথবা টাকা দিয়েও সাহায্য
করতে পারেন।আশা করি, সকলেই এই কর্মসূচিতে অংশ গ্রহণ করবেন এবং কেউ যেন
সাহায্য করা থেকে বাদ না পড়ে।
কোন ভাই এই বিষয়টি সম্পর্কে অবগত না হলে, এক ভাই অপর ভাইকে জানিয়ে দেওয়া নৈতিক দায়িত্ব।
আর সবচেয়ে বেশি খুশি হব যদি আমাদের ডিপার্টমেন্টের বড় ভাইয়েরা

আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করেন।